ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৫, ০৬:৩০ বিকাল

ময়মনসিংহে যৌথ তল্লাশিতে বাস থেকে মাথার খুলি-হাড় উদ্ধার

ময়মনসিংহে যৌথ তল্লাশিতে বাস থেকে মাথার খুলি-হাড় উদ্ধার

নিউজ ডেস্ক:     ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী সিডস্টোর বাজার এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে যাত্রীবাহী বাসে একটি ব্যাগের ভিতরে থাকা মানুষের মাথার খুলি ও বিভিন্ন হাড় উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ সদরের চরকালিবাড়ী এলাকার মো. সাইফুল (৪৫), সুতিয়াখালী গ্রামের ফারুক হোসেন ওরফে শাহিন (৪৮) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন (২৪)।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাসে নিয়মিত তল্লাশি চালায় পুলিশ ও সেনাবাহিনীর টিম। ওই বাসে তিনজনের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। মানবদেহের তিনটি মাথার খুলি, ২৮টি হাড় এবং প্রায় ৫০টি হাড়ের টুকরো উদ্ধার করা হয়। তল্লাশি কার্যক্রমের সময় তাদের তিন জনকে আটক করা হয় এবং বাসটি জব্দ করা হয়।

আরও পড়ুন


এ বিষয়ে ওসি আরো জানান, তিনজন শেরপুর থেকে এ সব হাড় ও খুলি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কঙ্কাল পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভরাডোবা হাইওয়ে থানায় মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোসহ যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে আর সি সি ড্রেন নির্মাণের উদ্বোধন

পাবনার আত্রাই নদী গড়ে উঠেছে বহুতল ভবন ও দোকানপাট, দখল-দূষণে অস্তিত্ব সংকটে

পাবনার ঈশ্বরদীতে রূপপুর গ্রিন সিটির আবাসিক ভবনে পড়েছিল রুশ নাগরিকের মরদেহ

প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম বন্ধসহ ৬ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে অর্ধদিবস হরতাল পালন

বগুড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই ভাইসহ চারজনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শাজাহানপুরে শয়তানের নি:শ্বাসে খোয়া গেল ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা