ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া সারিয়াকান্দিতে চোরাই নৌকাসহ ২ জন আটক

বগুড়া সারিয়াকান্দিতে চোরাই নৌকাসহ ২ জন আটক। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ২ জনকে জনতা আটক করেছে। আটকরা হলো, উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মূলবাড়ী চরের হাছেন আলীর ছেলে মিলন মিয়া (৩৩) এবং) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রান্ধুনীবাড়ী গ্রামের কুদ্দুস আলীর ছেলে মতি মিয়া (৪১। আজ রোববার (২০ এপ্রিল) সকালে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মূলবাড়ী চরের মৃত আবেদ বেপারির ছেলে মালেক বেপারীর একটি ইঞ্জিন চালিত নৌকা ডাকাতমারা নৌঘাট থেকে চুরি হয়ে যায়। পরে এ বিষয়ে তিনি গত ১৯ এপ্রিল সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এদিকে গত ১৯ এপ্রিল নৌকাটি সিরাজগঞ্জ জেলায় উদ্ধার করা হয়। পরে জনতা নৌকা থেকে চোর সন্দেহে মিলন এবং মতি মিয়াকে আটক করে জনতা। এরপর তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, আটক চোরদের রোববার সকালে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে দায়িত্ব পালন করতে হবে : বিচারপতি শাহীন

জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই : ডা. এজেডএম জাহিদ হোসেন