ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৩৫ বিকাল

সাভারে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের গুলিসহ যুবক গ্রেপ্তার 

সাভারে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের গুলিসহ যুবক গ্রেপ্তার 

নিউজ ডেস্ক:  ঢাকার সাভারের রাজাশন এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৬ রাউন্ড গুলি, একটি চাপাতি ও চাকুসহ এক যুবককে (২০) গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। 

রবিবার (২০ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানা থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত যুবক সাভারের উত্তর রাজাশন এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. ইমাম হোসেন ইফতি (২০)। তার ঘরের ওয়ারড্রবের একটি ড্রয়ার থেকে ৪ রাউন্ড শর্টগানের গুলি, ১ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি ও ১ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ মোট ৬ রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা, একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বাড়িতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইমাম হোসেন ইফতির বাসায় অভিযান চালানো হয়। পরে তার দেখানো স্থান থেকে গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

আরও পড়ুন

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, “ইমাম হোসেন ইফতির কাছে যে গুলি পাওয়া গেছে সেগুলো সাধারণত বড় বড় ক্রিমিনালরা (অপরাধী) ব্যবহার করে। সেগুলো তার কাছে কোথা থেকে এলো তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।”

উদ্ধারকৃত গুলিগুলো পুলিশের লুট হওয়া গুলি কিনা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, “তদন্ত ছাড়া বলা যাবে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটোয়ারীর নির্বাচনি প্রচারণায় তৃতীয়বারের মতো ডিম নিক্ষেপ

তারেক রহমানের প্রচারণায় জীবন্ত লিফলেট : যেভাবে মাথায় এলো আইডিয়া

নওগাঁর আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র

‘মায়া পাখি’তে শাহেদ শরীফ খানের সঙ্গে নীহা

মঠবাড়িয়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

জনতা ব্যাংক পিএলসি-এর ৮৭৪তম বোর্ড সভা অনুষ্ঠিত