ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ শহরে ব্যবসায়ীর বাড়ির তালা ভেঙে চুরি

চাঁপাইনবাবগঞ্জ শহরে ব্যবসায়ীর বাড়ির তালা ভেঙে চুরি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরে মোমিনুল ইসলাম (৪৫) নামে একজন ফার্নিচার ব্যবসায়ীর  দ্বিতল  পাকা  বাড়ির মেইন গেট সহ  বিভিন্ন ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি  পৌর ১ নং ওয়ার্ডের  নয়াগোলা গাইনপাড়া মহল্লার মৃত আমিনুল ইসলামের ছেলে।

ব্যবসায়ীর অভিযোগ, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টা থেকে আজ শনিবার (১৯ এপ্রিল) ভোর ৫ টার মধ্যে তার বাড়িতে ঘটনাটি ঘটে। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা বাড়িতে  প্রবেশ করে  নির্মাণাধীন দোতলার তিনটি ঘরের ওয়ারড্রোব এবং  শোকেস  থেকে নিয়ে গেছে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লক্ষ টাকা সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল।

অভিযোগে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১১ টায় রাতের খাবারের পর বাড়ির নীচতলায় এবং দোতলায় ব্যবসায়ীরা স্বামী-স্ত্রী, ছেলে, ছেলের বউ সহ বাড়ির ৬ সদস্য ঘুমিয়ে পড়ে। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ৬ টায় ব্যবসায়ীর ঘুম ভাঙলে তিনি ঘরগুলো এলোমেলো দেখতে পান। এরপর স্বর্ণালংকার ও টাকা খোয়া যাবার বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। তবে রাতের মধ্যে পরিবারের কেউ ঘটনাটি টের পাননি।

আরও পড়ুন

আর.এফ.এল ফার্নিচারের এক্সক্লুসিভ ডিলার ওই ব্যবসায়ী বলেন, ঘটনাটি টের পাবার সাথে সাথে পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। দুপুরে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, ব্যবসায়ীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি সংঘবদ্ধ ও পরিকল্পিত চুরির বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি জাননো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ