ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

মাঠে কৃষক বাবাকে পলিথিন দিতে গিয়ে বজ্রাঘাতে মেয়ের মৃত্যু

মাঠে কৃষক বাবাকে পলিথিন দিতে গিয়ে বজ্রাঘাতে মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক:   ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামেরবজ্রপাতে হাসনা বেগম (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ফসলি মাঠে এ ঘটনা ঘটে।


মারা যাওয়া হাসনা বেগম একই গ্রামের কৃষক মো. নূরুল হকের মেয়ে। গত ১০ মাস আগে তার বিয়ে হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, দুপুর ২টার দিকে বাড়ির পাশে একটি ফসলি জমিতে ধান কাটছিল নূরুল হক। এ সময় হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ অবস্থায় বাড়ি থেকে পলিথিন কাগজ নিয়ে বাবার কাছে যাচ্ছিল মেয়ে হাসনা বেগম। এ সময় বজ্রপাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়েন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

২০১৩ সালে শাপলা চত্বরে অন্তত ৫৮ জন নিহত হন

২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান

নারী অধিকার সংস্কার নিয়ে কিছু সুপারিশ সমর্থনের অযোগ্য: জামায়াত আমির

বাসর রাতেই স্বামীর মৃত্যু