ভিডিও শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

জাতীয়করণের দাবিতে বুধবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বগুড়া বিয়াম স্কুল ও কলেজের ৬ শিক্ষককে শোকজ

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বগুড়া বিয়াম স্কুল ও কলেজের ৬ শিক্ষককে শোকজ

স্টাফ রিপোর্টার : বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের গার্ড মাসুদ রানার বদলিকে কেন্দ্র করে শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষণা এবং পরবর্তীতে স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

যাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে তারা হলেন সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, প্রভাষক (বাংলা) আনিছুজ্জামান, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, শহীদুল ইসলাম, মাহবুব আলম, ইসরাফিল হোসাইন। এদিকে প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) শিক্ষকরা স্কুল গেটের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সহকারী অধ্যাপক শফিকুল ইসলামের নোটিশে উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলা ভঙের দায়ে গার্ড মাসুদ রানাকে নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজে বদলির বিষয়টি তাকে জানানোর পর তিনি কতিপয় শিক্ষককে নিয়ে মাসুদ রানার বদলি বাতিল করার জন্য বলেন, অন্যত্থায় ২৮ এপ্রিল থেকে ক্লাস বর্জনের ঘোষণা দেন। যেহেতু আপনি পূর্ব পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের লেখাপড়ার পরিবেশ, শান্তি শৃঙ্খলা বিনষ্ট এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নের হীন অভিপ্রায়ে একজন স্টাফের বদলির বিষয়কে কেন্দ্র করে প্রতিষ্ঠানে অরাজকতা তৈরি এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের শ্রেণি পাঠদান হতে বিরত রাখা এবং তাদের প্রতিষ্ঠানের মাঠে জড়ো করেছেন।

যা সম্পূর্ণভাবে আইন বিরোধী, শৃঙ্খলা ভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ এবং যেহেতু মাধ্যমিক পর্যায়ে ক্লাস বর্জনের পর কর্তৃপক্ষ স্কুল ছুটি ঘোষণা দিলে স্কুল বাসে ছাত্র-ছাত্রীরা যাওয়ার সময় আপনার উস্কানিতে বাস ভাঙচুর ও বাস চালকদের মারধর করা হয়।

এতে করে ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। সেহেতু আপনার এহেন কার্যকলাপের কারণে কেন আপনার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত জবাব আগামি তিন কার্য দিবসের মধ্যে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে আন্দোলনরত শিক্ষকরা জানান, বরাবরের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল)  তারা অবস্থান কর্মসূচি পালন করা ঘোষণা দিলে, অধ্যক্ষ অনিবার্য কারণ উল্লেখ করে প্রতিষ্ঠান ২৯ ও ৩০ এপ্রিল বন্ধ ঘোষণা করে।

আরও পড়ুন

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) অবস্থান কর্মসূচি পালন করতে গেলে প্রতিষ্ঠানে মূল দরজায় তালা ঝুলতে দেখা যায়। তাই তারা মুল দরজায় অবস্থান কর্মসূচি পালন করে। এদিকে আজ বুধবার প্রতিষ্ঠানের সামনে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মানববন্ধন এবং দুপুর ১২টার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার কর্মসূচি ঘোষণা করেন। আন্দোলনরত শিক্ষকরা আরও বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণসহ শুরুতে ‘বগুড়া বিয়াম মডেল স্কুল’ নাম ছিলো সেই নামেই প্রতিষ্ঠানটি ফিরে পেতে চাই।

ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়ম শৃঙ্খলা ভঙের দায়ে একজন গার্ডের বদলিকে কেন্দ্র করে আগের দিন তারা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছিলেন। পরদিন ওই বিষয় থেকে সরে এসে তারা আরেকটি বিষয় সামনে এনে শিক্ষার্থীদের জিম্মি করে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

কর্তৃপক্ষ বিষয়টি পরখ করে নেতৃত্ব দানকারী ৬জন শিক্ষককে ওইদিনই কারণ দর্শানোর নোটিশ প্রদানসহ প্রতিষ্ঠানটি ২দিনের জন্য ছুটি ঘোষণার আদেশ প্রদান করেন। এর আগে সোমবার সন্ধ্যায় স্কুলের পেজে প্রতিষ্ঠান ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষকদের মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

নরসিংদীতে বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

ভোটকেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা

পরিবেশ সচেতনতায় তেঁতুলিয়া থেকে টেকনাফে পায়ে হেঁটে যুবকের যাত্রা

সাংবাদিকের ওপর হামলা, একজনকে শাস্তি দিল বিএনপি