ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বগুড়ায় আ’লীগ নেতা শফিকসহ পাঁচ নেতাকর্মী শোন এ্যারেস্ট

বগুড়ায় আ’লীগ নেতা শফিকসহ পাঁচ নেতাকর্মী শোন এ্যারেস্ট

কোর্ট রিপোর্টার : দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড়ে ছাত্র-জনতার মিছিলে গুলি, ককটেল বিস্ফোরণসহ মারপিটের অভিযোগ এনে দন্ডবিধিসহ বিস্ফেরক দ্রব্যাদি আইনের মামলায় কারাবন্দি আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে পুনঃগ্রেফতার (শোন এ্যারেস্ট) দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

এই মামলার অপর চার হাজতি আসামিরা হলেন-সৈকত, বিশাল শেখ, মোবারক হোসেন ও ইমা করিম। এই মামলার তদন্তকারী কর্মকর্তা অন্য মামলায় করাবন্দি ওই আসামিদেরকে এই মামলায় পুনঃগ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ওই আসামিদেরকে কারাগার থেকে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতে ওই আদালতের বিচারক মো. মেহেদী হাসান শুনানি শেষে আসামিদেরকে এই মামলায় পুনঃগ্রেফতার দেখিয়ে হাজতি পরোয়ানামূলে কারাগারে প্রেরণের আদেশ দেন।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা মিছিল নিয়ে সাতমাথার দিকে যাওয়ার সময় মিছিলকরীরা দুপুর সোয়া ১টার দিকে শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড়ে পৌঁছলে এই মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ওই আসামিরাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, ককটেল, পেট্রোল বোমা নিয়ে মিছিলে হামলা চালায়।

এসময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও শটগান থেকে গুলি ছোঁড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মিছিলকারীদেরকে মারপিট করে আহত করে। এব্যাপারে গাবতলী উপজেলার দোয়ারপাড়ার জাকিরুল বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ১৮১ জনের নাম এজাহারে উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ২৫০/৩০০ জন উল্লেখ করে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার