ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

ইউক্রেন যুদ্ধের জন্য আবারও জেলেনস্কিকে দোষারোপ ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধের জন্য আবারও জেলেনস্কিকে দোষারোপ ট্রাম্পের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) ট্রাম্প বলেন, ‘ইউক্রেনীয় নেতা যুদ্ধ শুরু করেছিলেন।’

ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যখন আপনি যুদ্ধ শুরু করেন, তখন আপনি জানেন যে আপনি যুদ্ধ জিততে পারেন, তাই না? আপনি আপনার চেয়ে ২০ গুণ বড় কারো বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন না এবং তারপর আশা করেন যে মানুষ আপনাকে ক্ষেপণাস্ত্র দেবে।’ এরপরই মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ শুরুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপরও দোষ চাপান। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনজনের কারণে লাখ লাখ মানুষ মারা গেছেন। আমি বলব তিনজন। ধরুন, পুতিন এক নম্বর, কিন্তু ধরা যাক বাইডেন, যিনি জানেন না যে তিনি কী করছেন, দুই নম্বর, এবং পরবর্তী জেলেনস্কি। আর আমি এখন যা করতে পারি তা হল এটি বন্ধ করার চেষ্টা করা।’ তিনি জানান, তিনি বিশ্বাস করেন যে, যুদ্ধ শেষ করার জন্য খুব শীঘ্রই কিছু খুব ভালো প্রস্তাব আসবে।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত বলেননি। 

আরও পড়ুন

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে রাশিয়া, যাকে তারা ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করে। প্রাথমিকভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ান ট্যাংক এবং হেলিকপ্টারগুলো দ্রুত আক্রমণ করে। এরপর থেকে স্থল যুদ্ধ মূলত ইউক্রেনের পূর্বাঞ্চল এবং সীমান্তবর্তী শহরগুলোতে বিশেষ করে খারকিভে কেন্দ্রীভূত হয়েছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জম্মুতে পাকিস্তানের হামলা ব্যর্থ : জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেপ্তার

ভারতের চন্ডীগড়ে সবাইকে ঘরে থাকার পরামর্শ

কারাগারে পাঠানো হলো আইভীকে

উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র