ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫, ০২:৪৩ দুপুর

দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসন ভাতায় কচ্ছপগতি, উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ আগামীকাল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও দাবির প্রেক্ষিতে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ধীরগতির অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।

১৫ই এপ্রিল, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে এক ঘোষণায় তারা জানান, দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত এবং পুরান ঢাকায় দুটি আবাসিক হল নির্মাণসহ শিক্ষার্থীদের ৭০% কে আবাসন ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও, এখনো পর্যন্ত এসব উদ্যোগের বাস্তব অগ্রগতি দৃশ্যমান নয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক আপডেট কিংবা তথ্য প্রকাশ করা হয়নি। ফলে, কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ বাস্তবায়ন নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা ও অনিশ্চয়তা।

তাদের ভাষায়, “বাংলাদেশের অন্যান্য খাতে কাজ দ্রুতগতিতে এগিয়ে গেলেও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেন সবকিছু চলছে কচ্ছপের গতিতে।” এছাড়াও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো এ বিষয়ে কোনো সুস্পষ্ট বার্তা দেয়নি।

আরও পড়ুন

এ প্রসঙ্গে শিক্ষার্থীরা জানান, পূর্বে চার দফা দাবির একটি স্মারকলিপি উপাচার্য বরাবর জমা দেওয়া হলেও তার কোনো ইতিবাচক প্রতিক্রিয়া তারা পাননি। এই প্রেক্ষাপটে, শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল ১৬ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার), বাদ জোহর (১:৩০ মিনিটে) তারা উপাচার্য মহোদয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে এসব বিষয়ে জবাবদিহিতা চাইবেন।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রাকিব জানান, “এ দাবিগুলো আমাদের মৌলিক ও সার্বজনীন অধিকার। প্রতিটি শিক্ষার্থীর এ বিষয়ে স্পষ্ট ধারণা থাকা একান্ত প্রয়োজন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

মধ্যনগরের শিপ্রা রায়ের হাতে ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’

সিরাজগঞ্জে মিশ্র ফসল চাষ জনপ্রিয় হয়ে উঠছে

বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা

কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত

নওগাঁয় পুকুর থেকে গুম হওয়া ব্যক্তির হাড়গোড় উদ্ধার, গ্রেফতার ১