ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলে নিতে রোপণ করলেন গাছের চারা

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলে নিতে রোপণ করলেন গাছের চারা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা সুন্দরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে নালিশী জমিতে গাছের চারা রোপণ করার অভিযোগ পাওয়া গেছে মো. সাজেদুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আদালতের আদেশ অমান্যকারীর মো. সাজেদুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটী গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।

অভিযোগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নালিশী জমিটি ২০১৪ সালে ক্রয় করেন দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে মো. হাফিজুর রহমান ও তার স্ত্রী মোছা. আয়শা খাতুন। জমির পরিমাণ ২০ শতাংশ। সেই থেকে ভোগদখল করে আসছেন তারা।

গেলো বছরের ৫ আগস্টের পরে এসে হঠাৎ ওই জমির মালিকানা দাবি করে আদালতের আশ্রয় নেন মো. সাজেদুল ইসলাম। তদন্তে মিথ্যা প্রমাণিত হলে আদালত তার বিরুদ্ধে সিদ্ধান্ত দেন। এরপর জেলা আদালতে আবারও মামলা দায়ের করেন মো. সাজেদুল ইসলাম। এতে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী ২ জুন।

আরও পড়ুন

নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে ততদিন নালিশী ওই জমিতে দাঙ্গা-হাঙ্গামা বা বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাপারে সতর্ক করেন আদালত উভয়পক্ষকে। আদালতের আদেশের অপেক্ষায় আছেন মো. হাফিজুর রহমান ও তার স্ত্রী। কিন্তু আদালতের আদেশ অমান্য করেছন মো. সাজেদুল ইসলাম। তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করতে আদালতের নির্দেশ অমান্য করে গত ৬ এপ্রিল রাতের আঁধারে নালিশী ওই জমিতে গাছের চারা রোপণ করেন। এতে করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে কথা হয় থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হাকিম আজাদ এর সাথে। তিনি বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পুলিশ ব্যাপক তৎপর আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মো. আবদুল হাকিম আজাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথক হত্যা মামলার রায়ে নওগাঁয় দুই শিশুর আটকাদেশ

নাটোরের বড়াইগ্রামে জমির মালিকানা দ্বন্দ্বে জামায়াত বিএনপির ৪ জন গ্রেফতার

সিরাজগঞ্জে চাঁদাবাজকে গণধোলাই দিল জনতা

নীলফামারীর কিশোরগঞ্জে মাদকসেবীর ৩ মাস জেল

গাইবান্ধার সুন্দরগঞ্জে খুচরা সার ব্যবসায়ীর ঘর থেকে ১৩৩ বস্তা টিএসপি সার উদ্ধার

জুলাই সনদের খসড়া বিষয়ে বিএনপি ইতিবাচক: সালাহউদ্দিন