ভিডিও বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

বগুড়ার গাবতলীর রামেশ্বরপুরে নিম্নমানের সামগ্রী গিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

বগুড়ার গাবতলীর রামেশ্বরপুরে নিম্নমানের সামগ্রী গিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী মধ্যপাড়া গ্রামে নিম্নমানের ইট দিয়ে সলিং রাস্তা করতে এলাকাবাসী বাধা দিলেও কাজ চালু রেখেছেন স্থানীয় ইউপি সদস্য তপু। 
রামেশ্বরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য তপু গত ৬ এপ্রিল থেকে ওই রাস্তার কাজ শুরু করেন। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সরেজমিনে গেলে, পাঁচকাতুলী মধ্যেপাড়ার এলাকাবাসী আব্দুল জলিল (৮৫), হাতেম আলী (৭০), ছলেমান আলী (৬৫), রুবেল (৫৫), নাহিরুল ইসলাম (৪৫), ফারুক (৪০) বলেন, ৭নং ওয়ার্ডের তপু মেম্বার নিম্নমানের ২নং ও ৩নং ইট দিয়ে রাস্তাটি শুরু করেছেন। তারা বাধা দিলে এলাকাবাসীকে হুমকি-ধামকি দিয়ে কথা বলেন। তারা নিরুপায় হয়ে চুপ থাকেন।

তপু মেম্বার মোবাইল ফোনে জানান, ইটভাটা ভুল করে ৩নং ইট দিয়েছে তা পাল্টে দেওয়া হবে। অথচ সরেজমিনে দেখা যায়, নিম্নমানের ইট দিয়েই রাস্তায় সলিং বিছানো হয়েছে এবং কাজ চলছে। এ ব্যাপারে রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল জানান, গত সোমবার তপু মেম্বারকে মোবাইল ফোনে ওইসব নিম্নমানের ইট সরিয়ে ১নং ইট দিতে কাজ করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, দুই লাখ টাকায় ৭৩ মিটার দৈর্ঘ্যরে এবং সাত ফুট প্রস্থের ইটের সলিং রাস্তা হবে। সেখানে নিম্নমানের ইট ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। সঠিকভাবে কাজ না করলে বিল দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ২ জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের, ইসরায়েল দিলো ১৫ মরদেহ

নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ আহরণ করছে ভারতীয় জেলেরা : মৎস্য উপদেষ্টা

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি’র ৭ গোলের জয়

প্রবাসীদের জন্য ১৬ নভেম্বর উন্মুক্ত হবে ভোট দেওয়ার অ্যাপ

৪৫ বছর পেছনে ফিরে গেলেন জয়া আহসান!

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার সেলিম প্রধান