ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বান্দরবানে তামাকক্ষেতের দুই মালিক ৯ জনকে অপহরণ

বান্দরবানে তামাকক্ষেতের দুই মালিক ৯ জনকে অপহরণ

নিউজ ডেস্ক:  বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম লুলাইন এলাকা থেকে তামাকক্ষেতের দুই মালিক ও সাত শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ এপ্রিল) রাত ৩টার দিকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে তামাকক্ষেতের দুই মালিক হলেন— চকোরিয়ার সুরেজপুর এলাকার মো. ভুট্টু ও লামার লুলাইন এলাকার বাসিন্দা আবু তাহের। সাত শ্রমিকের পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, তামাকক্ষেতের মালিক ও শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। ওই এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেছেন, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেছেন, গত রাত ৩টার দিকে ৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তাদের মধ্যে দুই জন তামাকক্ষেতের মালিক এবং বাকিরা শ্রমিক। তাদেরকে উদ্ধারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

সোনার রেকর্ড দাম, ভরি-১ লাখ ৮২ হাজার, সাধারণ মানুষের সোনা কেনার সীমাবদ্ধতা

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদন্ড

বগুড়ার নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন উপ-পরিচালক

বগুড়ার ধুনটে পেঁপে চাষে লাখপতি আকুল

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিকের তিন শিক্ষক সাময়িক বরখাস্ত