ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় যানবাহনের দুর্ঘটনা হতে রক্ষার্থে গর্ত খনন

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় যানবাহনের দুর্ঘটনা হতে রক্ষার্থে গর্ত খনন

বাগজানা (পাঁচবিবি) প্রতিনিধি : পাকা সড়কের একই স্থানে একাধিকবার যানবাহন দুর্ঘটনায় বাড়ি ও দোকানের ভিতর ঢুকে ব্যাপক ক্ষতিসাধন করায় বাড়ির মালিক নিজ উদ্যোগে রাস্তা ও বাড়ির মাঝামাঝি একটি গর্ত খনন করেছেন। বাড়ির সামনে দিয়েছেন বালির ঢিবি। যানবাহনের চালকদের সতর্ক করে বাঁশের খুঁটিতে লাল কাপড় টাঙিয়ে দিয়েছেন।

এছাড়াও চালকদের দৃষ্টি আকর্ষণে বাড়ি দোকান ও জীবন রক্ষায় বাড়ির উপর সারারাত বাল্ব জ্বালিয়ে রাখছেন। পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি পাকা রাস্তার বাগজানা বাজারের দক্ষিণ পাশে বাগজানা মাস্টার পাড়ার কালিমন্দির সংলগ্ন গ্রামের সড়কের বাঁকে এমন দৃশ্য দেখা গেছে।

জানা যায়, উপজেলার বাগজানা গ্রামের নিরঞ্জন চন্দ্র মহন্তর বড় ছেলে শোভন ও কনিষ্ঠ ছেলে সজল মহন্ত পৈত্রিক ভিটায় জায়গা স্বল্পতায় সড়ক সংলগ্ন স্থানে বাড়ি নির্মাণ করেন। কিন্তু বাড়ির পাশের সড়কের বাঁকটি দুর্ঘটনা প্রবণ। তাই পেশায় ভ্যান চালক শোভন চন্দ্র মহন্ত দুর্ঘটনা প্রতিরোধে এমন সব উদ্যোগ নিয়েছেন। শোভনের স্ত্রী শিউলি মহন্ত বলেন, রাস্তার বাস-ট্রাক আমাদের বাড়ি ও দোকানের ভিতরে ঢুকে অনেক ক্ষতি করেছে। তিনি জানান এই স্থানে তারা বাড়ি নির্মাণ করেছেন ২০১৮ সালে।

এরপরে ২০২৩ ও ২০২৫ সালে পর-পর দুইবার আমাদের বাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে প্রথমবার ছেলে ও পরেরবার অল্পের জন্য আমার স্বামী দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে । সেই থেকে দিনরাত দোকান ও বাড়িতে বসবাস করতে খুব ভয় লাগে আবার কখন যে দুর্ঘটনা ঘটে। শিউলি আরও বলেন, ২৩ সালের ১৩ জুন প্রথমে হিলি থেকে ঢাকা গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও চলতি ২০২৫ বছরের ৭ মার্চ মাল বোঝাই একটি ট্রাক বাড়ি ও দোকানের ভিতর ঢুকে পরে। এতে শয়নকক্ষের আসবাবপত্র সংসারের আয়ের একমাত্র উৎস ভ্যানগাড়ী ও ছোট্ট দোকানের ফ্রিজ, দোকানের র‌্যাকসহ প্রচুর মালপত্র নষ্ট করে ফেলে।

আরও পড়ুন

ভ্যান চালক শোভন বলেন, ২০২৩ সালে দুর্ঘটনার পরে, পুলিশ ও হানিফ বাসের শ্রমিক ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে থানায় আমাদের ডেকে নিয়ে গেলেও ক্ষতিপূরণ বাবদ কোন টাকা দেয়নি। তবে ট্রাক মালিক এক লাখ পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের প্রতি তাদের দাবি রাস্তার বাঁকের উভয় পাশে সাইনবোর্ড ও স্পিডব্রেকার স্থাপন করা হোক।  বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নাজমুল হক বলেন, সড়কের ওই বাঁকে প্রায়ই দুর্ঘটনা ঘটে । যদি গতিরোধক এবং সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয় তবে দুর্ঘটনা কিছুটা হ্রাস পাবে।

জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, সড়কে দুর্ঘটনা রোধে জেলার প্রতিটি রাস্তার বাঁকে সতর্কীকরণ সাইনবোর্ড নেই সেখানে অতি দ্রুত সাইনবোর্ড স্থাপনসহ সবধরণের আধুনিক পদ্ধতি ব্যবহার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন রাবাদা

৭১’ পর ভারতের বিভিন্ন রাজ্যে এমন নিরাপত্তা মহড়ার নির্দেশ

 ময়মনসিংহে গ্রেফতার বাণিজ্যসহ নানা অভিযোগে ৬ থানার ওসিকে বদলি

 স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার করে পালিয়েছে বাদল

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার রাস্তায় জনস্রোত

ইন্টারের মাঠে আজ বার্সা’র ফাইনাল পরীক্ষা