ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

সিলেটে কেএফসি ভাঙচুর

সংগৃহীত,সিলেটে কেএফসি ভাঙচুর, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

মফস্বল ডেস্ক : গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেটে জনতার মিছিল থেকে কেএফসিতে ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে নগরীর মীরবক্সটুলা এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় রেস্তোরাঁটিতে ব্যাপক ভাঙচুর ও ভেতরে থাকা ইসরায়েলি কোম্পানির বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। পরে রেস্তোরাঁটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।


এর আগে জোহরের নামাজের পর থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সেখান থেকে জনতার ব্যানারে বিশাল একটি মিছিল জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পয়েন্ট ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। সেখান থেকে অসংখ্য মানুষ মীরবক্সটুলা এলাকার কেএফসির সামনে অবস্থান নিয়ে মিছিল ও বিক্ষোভ করেন। একপর্যায়ে মিছিল থেকে কেএফসি ভাঙচুর শুরু করেন তারা। এসময় উত্তেজিত জনতা প্রতিষ্ঠানটির ভেতরে গিয়ে কোমল পানীয় নষ্ট করে বিক্ষোভ করেন।

আরও পড়ুন

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

পাবনার বেড়ায় যমুনায় তীব্র ভাঙন আতঙ্কিত পাঁচ গ্রামের মানুষ

বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ