ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

নারায়ণগঞ্জের যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতার জেরে রনি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ছলিমুদ্দিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় অজ্ঞাত কয়েকজন যুবক রনিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন

নিহতের স্ত্রী সীমা আক্তার জানান, নিহত রনি সাথে এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি সাত্তার ও ডেনি মাসুদ সহ কয়েকজনের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে সন্ধ্যায় তাদের নেতৃত্বে রনিকে কুপিয়ে হত্যা করা হয়।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস সম্পর্কিত একাধিক মামলা রয়েছে। তবে হত্যা সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমের অভিযান চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ব্যাংক পিএলসি.- গৌরবময় ৩০ বছরের পথচলা

স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘অনলাইন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট মনিটরিং সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৭তম সভা অনুষ্ঠিত 

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা

কুমিল্লায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘টাউন হল মিটিং’ আয়োজিত

আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য ৭ জন এজেন্টকে  পুরস্কার প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক