ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য ৭ জন এজেন্টকে  পুরস্কার প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

দেশের অন্যতম প্রধান শরীয়াহ্-ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আমানত সংগ্রহ এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে ইতিবাচক প্রভাব ও সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় দেশের ৭৪৫টি এজেন্ট আউটলেটের মধ্যে থেকে নির্বাচিত ৭ জন এজেন্ট মালিককে সম্মাননা ও পুরস্কার প্রদান করেছে। ২২ মে, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে তিনটি ক্যাটাগরিতে নির্বাচিতদের মাঝে পুরস্কার প্রদান করেন।


ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান পুরস্কারপ্রাাপ্ত এজেন্ট আউটলেট মালিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “এজেন্ট ব্যাংকিং দেশের আর্থিক অন্তর্ভুক্তির একটি কার্যকর ও সময়োপযোগী মাধ্যম। এর মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ ও মানসম্পন্ন ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছি। এজেন্ট ব্যাংকিং ডিভিশনকে আধুনিক, গ্রাহককেন্দ্রিক এবং টেকসই করে গড়ে তুলতে আমরা পরিকল্পিতভাবে কাজ করছি। শিগগিরই এজেন্ট আউটলেট থেকেই রিটেইল ব্যাংকিংসহ আরও উন্নত, বহুমাত্রিক ও সময়োপযোগী সেবা প্রদান সম্ভব হবে। এই রূপান্তরকে সফল করতে পেশাদারিত্ব ও টিমওয়ার্কের মাধ্যমে সবার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী। সম্মাননা ও পুরস্কারপ্রাপ্ত এজেন্ট আউটলেট মালিকরা হলেন আটিপাড়া বাজারের জিল্লুর রহমান, চৌধুরীহাটের আবু সুফিয়ান, পশ্চিম বাড়ীঘোনা বাজারের মুছা আলম, গর্জনীয়া বাজারের আজিজ মাওলা, শর্শদী বাজারের কাজী শাহাদাত হোসেন, বোর্ডঘর বাজারের মোঃ আবু সাইদ বোখারী এবং নকয়ারিয়া বাজারের আবু ইউসুফ।

আরও পড়ুন


পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসেন এবং এস এম আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ ও কামাল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক, কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং অন্যান্য শীর্ষ নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ব্যাংক পিএলসি.- গৌরবময় ৩০ বছরের পথচলা

স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘অনলাইন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট মনিটরিং সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৭তম সভা অনুষ্ঠিত 

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা

কুমিল্লায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘টাউন হল মিটিং’ আয়োজিত

আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য ৭ জন এজেন্টকে  পুরস্কার প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক