ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ট্রেনে নারীর সাথে অশোভন আচরণের প্রতিবাদ

বগুড়ায় ছাত্রদল নেতাসহ পাঁচজন ছুরিকাহত

বগুড়ায় ছাত্রদল নেতাসহ পাঁচজন ছুরিকাহত। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ট্রেনে নারীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাসহ পাঁচজনকে ছুরিকাহত করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে ট্রেন থেকে নামার পর বগুড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন – বগুড়া চকসূত্রাপুর এলাকার ফারুকের ছেলে এবং ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা যোবায়ের (২৩), মিজানুর রহমানের ছেলে পিয়াল (২০), আব্দুস সালামের ছেলে নাঈম (১৮) এবং মৃত শাহিনুরের ছেলে তানভীর (২০) ও ঈশান (১৭)। এদের মধ্যে ঈশান হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য ৪ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে দু’দিন পেরিয়ে গেলেও পুলিশ আজ রোববার (৬ এপ্রিল) পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আহত যোবায়েরের ভাই মাহাদি বলেন, সোনাতলা থেকে তার প্রতিবেশি পিয়াল পদ্মরাগ ট্রেনে বগুড়ায় আসছিলেন। সেই ট্রেনের বগিতে সেউজগাড়ীর এক যুবক একটি ব্যাগ রাখে। সেই ব্যাগ দুই নারীর উপর পড়ে গেলে তারা ব্যাগ সরিয়ে রাখতে বলে।

এসময় ওই যুবকরা ওই মেয়েদের সাথে অশোভন আচরণ করে। এ সময় পিয়াল প্রতিবাদ করলে  তারা তাকে স্টেশনে নেমে মারার হুমকি দেয়। এ ঘটনা যোবায়েরকে ফোন করে বিস্তারিত জানায় পিয়াল। পরে যোবায়ের, নাঈম, তানভীর ও ঈশান স্টেশনে পিয়ালকে নিতে যায়।

আরও পড়ুন

এরপর বগুড়ায় এসে ট্রেন থেকে পিয়াল রেল স্টেশনের ক্যান্টিনের কাছে পৌছামাত্র হামলার শিকার হন। এ সময় পিয়ালকে ছুরিকাহত করা হয়। তাদের রক্ষার জন্য যোবারেররা ৪ জন এগিয়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে ওই সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় রাতেই ইমন,মঈন ও মুন্নাসহ ৩ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার