বাউফলে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাতেরকাঠী গ্রাম থেকে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম খন্দকার (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এইদিন সন্ধ্যায় ওই শিশুর বাবা বাউফল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা থেকে জানা যায়, শনিবার দুপুরে বাকলা তাতেরকাঠী গ্রামের ওই শিশুটিকে তার দাদা দাদির কাছে রেখে পরিবারের লোকজন অন্যত্র বেড়াতে যায়। বিকালে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। প্রতিবেশি সালাম খন্দকার শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় শিশুটির ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সালাম নগ্ন অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব খুলে বলে।
আরও পড়ুনওই শিশুর বাবা বলেন, “আমার মেয়ের সঙ্গে যে ন্যাক্কারজনক ঘটনা সালাম খন্দকার ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, “শিশুটিকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত সালাম খন্দকারকে আদালতে সোপর্দ করা হবে।”
মন্তব্য করুন