ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে হত্যা চেষ্টা মামলায় দলিল লেখক কারাগারে

সিরাজগঞ্জে হত্যা চেষ্টা মামলায় দলিল লেখক কারাগারে। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির মামলায় আনিসুর রহমান নামে এক দলিল লেখককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার শাহজাদপুর চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি আনিসুর রহমান গাড়াদহ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের পেশায় নিয়োজিত।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গাড়াদহ দক্ষিণপাড়া গ্রামের সবুজ আহমেদের সাথে একই গ্রামের আনিসুর রহমানের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে আনিসুর রহমানের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল পূর্ব পরিকল্পিতভাবে সবুজ আহমেদের বাড়িতে হামলা চালায়।

এসময় হত্যার উদ্দেশ্যে সবুজ আহমেদকে বেধড়ক মারধর করা হয়। এতে সবুজ আহমেদ, তার মা ও ছোট ভাই আহত হন। এসময় সবুজের স্ত্রী মারুফাকে শ্লীলতাহানি করা হয় বলেও মামলায় বাদি অভিযোগ করেন।

আরও পড়ুন

এসআই আব্দুল খালেক বলেন, হামলার ঘটনায় গত শুক্রবার রাতে সবুজের স্ত্রী মারুফা পারভীন বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরপরই প্রধান আসামি আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের নার্সারি থেকে মরিচের চারা কিনে দিশেহারা কৃষক

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা

বগুড়াসহ দেশের ১৬ ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে ওটিপি‘র মাধ্যমে চাল বিতরণ শুরু

নারায়ণগঞ্জে মিললো গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড

বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন হাজার বেগুন ও ৯শ’ কলাগাছ কর্তনের অভিযোগ