ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড

ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড

নিউজ ডেস্ক:  নিরীহ মানুষকে মামলার আসামি করার  ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খানকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

রবিবার (৬ এপ্রিল) দুপুরে তাকে ক্লোজড করা হয়। গোপালগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরীহ মানুষকে মামলার আসামি করার ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে শফিউদ্দিন খানের বিরুদ্ধে। এমনকি, এক ইউপি সদস্যের কাছ থেকে ঘুষ নেয়ার বিষয়ে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে।

তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। তবে এর ৪৮ ঘণ্টা পার না হতে তদন্তের স্বার্থে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। 

আরও পড়ুন

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক শফিউদ্দিন খান তার বিরুদ্ধে আনিত অনিময় ও ঘুষের অভিযোগ অস্বীকার করেন।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শফিউদ্দিন খানের বিরুদ্ধে অভিযোগ উঠায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে থানা থেকে ক্লোজড করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি’র আন্তর্জাতিক সেল গঠন 

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে আহত ৪

মেসির আরেকটি রেকর্ড ছাড়িয়ে গেলেন রোনালদো

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৬৩

নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

২৪ ঘণ্টায় আরও ৬৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল