ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর শহরের ফুটপাত ব্যবসায়ীদের দখলে

দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর শহরের ফুটপাত ব্যবসায়ীদের দখলে

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ব্যস্ততম সড়কের ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারীরা পড়ছেন চরম ভোগান্তিতে। বিভিন্ন ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল সড়কের উপর সাজিয়ে রেখে দখল করে রেখেছে ফুটপাত। ঘটছে দুর্ঘটনা।

দিনাজপুর জেলা শহর, বিরল, কাহারুল, বীরগঞ্জ ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিলনস্থল বোচাগঞ্জ উপজেলা। সেতাবগঞ্জ ব্যবসা বানিজ্যসহ নানা কারণে প্রতি দিন শত শত অটোরিকশা প্রবেশ করছে সেতাবগঞ্জ শহরে। যেন মরার উপর খরার ঘা। ব্যস্ততম সড়কের উপর ব্যবসায়ীদের দোকানের মালামাল ফুটপাতের উপর সাজিয়ে রেখেছে।

দেখার মানুষ থাকলেও কিছুু বলার কোন মানুষ নেই। ঐ সব ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পরেছে পাঁয়ে হেটে চলা পথচারীরা। চৌ-রাস্তা ও তিন রাস্তা মোড়, বড়গোলা মোড়, ছোট চৌ-রাস্তা মোড়, থানা মোড়ে প্রতিদিন কোন না কোন দুর্ঘটনা ঘটছেই। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র সড়কের উপর মালামাল সাজিয়ে রাখা হচ্ছে।

উপজেলা সড়কের বনমালী পাড়ায় ট্র্যাং, সাইকেল, ফার্নিচার, স্থানীয় চৌরাস্তায় এলপি গ্যাসের বোতল, বিভিন্ন প্লাস্টিক সামগ্রী, তিনরাস্তা মোড়ে রাহবার ডে-নাইট কোচ পার্কিং করে যাত্রী উঠানামা, ফলহাটির প্রতিটি দোকান সড়কের উপর, সিলভারপট্রিসহ সব ব্যবসায়ীদের দখলে ফুটপাত ও সড়ক। এসব কারণে অনেক পথচারীকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।

আরও পড়ুন

এমনকি কেউ কেউ পঙ্গুত্ব বরণ করছেন সড়ক দুর্ঘটনায়। এলাকার সচেতন মহল মনে করেন, এসব সড়ক দুর্ঘটনা রোধে সেতাবগঞ্জ পৌরসভার দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। বেপরোয়া অটোরিকশা ও সড়ক দখলের কারণে সব চাইতে বেশি সড়ক দুর্ঘটনায় আহত হচ্ছেন শিশু, মহিলা, স্কুল পড়ু–য়া শিক্ষার্থী ও মোটরবাইক চালকরা।

কেননা কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবাধে চলছে অটোরিকশা। এছাড়াও সেতাবগঞ্জ শহরের ব্যস্ততম সড়ক গুলোতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। সেতাবগঞ্জ শহরে সড়ক দুর্ঘটনা রোধে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেতাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফ হাসান এবং বোচাগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন সেতাবগঞ্জ পৌরবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

পাকিস্তানি কাশ্মিরে বন্ধ করা হলো সব মাদ্রাসা

বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা জোরদার করেছে ভারত

২৬ বাংলাদেশির অভিযোগ শুনলেন ফিজির প্রধানমন্ত্রী

অনুমতি ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

এবার সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা