ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা থেকে বালু উত্তোলন বন্ধ ও নতুন করে ইজারা না দেওয়ার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা থেকে বালু উত্তোলন বন্ধ ও নতুন করে ইজারা না দেওয়ার দাবিতে মানববন্ধন, ছবি: দৈনিক করতোয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা তীরবর্তী চর-আলাতুলী, শাজাহানপুর ও দেবীনগর ইউনিয়নের নদী ভাঙন রোধ করতে চর-আলাতুলীর রাণীনগর এলাকার বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন ওই তিন ইউনিয়নের ভুক্তভোগী বাসিন্দারা। ভাঙন থেকে এলাকা রক্ষায় মহালটি পুনরায় ইজারা না দেয়ারও দাবি জানিয়েছেন নদী তীরের মানুষেরা।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর সোয়া ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই তিন ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ সব দাবি জানানো হয়। মানববন্ধন শেষে দাবি পূরণের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।

তিন ইউনিয়নের শতাধিক মানুষের অংশগ্রহণে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, এলাকাবাসী মতিউর রহমান ফয়সাল, আব্দুল আলিম, আব্দুল জলিল, মো.খালেদুজ্জামান, নবীর আলী, মাসুম আলী প্রমুখ। বক্তরা বলেন, এই তিন ইউনিয়নের বেশিরভাগ মানুষ দরিদ্র। দিনমজুরি করে জীবন ধারণ করেন। ইতোমধ্যে নদী ভাঙনে কিছু বসতি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ায় নদী তীরবর্তী স্থায়ী বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে ২০১৪ সাল থেকে ২০১৬ সালের মধ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাড়ে ৬শ’ কোটি টাকা ব্যয়ে নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করে। এরপরও বাঁধ ভেঙে নদীর তীর ক্ষতিগ্রস্থ হয়। বালু উত্তোলন চলতে থাকলে আবারও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ইউনিয়নগুলো পুনরায় ভাঙনের মুখে পড়তে পারে। এখন নদী ভাঙনে হুমকির  মুখে রয়েছেন তিন ইউনিয়নবাসী।

এমতাবস্থায় জেলা ও উপজেলা প্রশাসন প্রতিশ্রুতি দেয় যে, ওই বালুমহালটি ভবিষ্যতে আর ইজারা দেয়া হবে না। তবে জানা গেছে, আগামী ৬ এপ্রিল বালুমহালটি পুনরায় ইজারা দেয়ার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পাউবো নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে কোন আশ্বাস মিলেনি। এখন জেলা প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে এলাকাবাসী নারী-পুরুষ সকলে মিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, প্রশাসন এলাকাবাসীর আবেদন বিবেচনা ও তদন্ত করবে। জনস্বার্থে প্রশাসন কাজ করবে বলেও জানান জেলা প্রশাসক। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড