ভিডিও বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৫, ০৭:৫১ বিকাল

বগুড়ার ধুনটে ডিবি’র ছয় পুলিশ রিমান্ডে

বগুড়ার ধুনটে ডিবি’র ছয় পুলিশ রিমান্ডে, ছবি: সংগৃহীত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ ও মুক্তিপণ আদায় মামলায় গ্রেফতারকৃত রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) ডিবি’র ছয় সদস্যর এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বগুড়া আদালতের বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী আসামিদের সাত দিন করে রিমান্ড চেয়ে বগুড়া আদালতে এই আবেদন করেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলো, আরএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, ওহাব আলী ও বাশির আলী।

মামলা সূত্রে জানা যায়, পুলিশ সদস্য ওহাব আলীর পরিকল্পনায় উপজেলার দিঘলকান্দি গ্রামের ফ্রিল্যান্সার রাব্বী ও জাহাঙ্গীর আলমকে গত ২৩ মার্চ রাত সাড়ে ১১টায় নিজ বাড়ি থেকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্য। রাত প্রায় ২টায় অপহরণকারীরা পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিকাশের মাধ্যমে তিন লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন

এ অবস্থায় ২৪ মার্চ রাত ৪টায় বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাইক্রোবাসের চালক মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোমবার বিকেলে ভুক্তভোগী রাব্বীর বাবা সেলিম সেখ বাদি হয়ে সাতজনের নামে থানায় মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতার করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।  

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হায়দার আলী বলেন, অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আদালত আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আদালত থেকে আসামিদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন কোন তথ্য পাওয়া যেতে পারে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরপুরে পূর্ণাঙ্গ ফিল্ম সিটির প্রস্তাব দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম | Daily Karatoa

এফডিসি ঘুরে দেখলেন উপদেষ্টা মাহফুজ আলম | Advisor Mahfuz | FDC | Daily Karatoa

মাধবপুরে ড্রাইভিং শিখতে গিয়ে যুবকের মৃত্যু

বগুড়ার ধুনটে হেলমেট ও মুখোশ পরা দূর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

নচিকেতাকে দেখতে হঠাৎ হাসপাতালে মমতা

লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরি, মালিক গ্রেপ্তার