ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মহাস্থান জাদুঘরের নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ

মহাস্থান জাদুঘরের নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জের মহাস্থান জাদুঘরে ঢুকতে দিতে দেরি করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী পরিচয়ে জাদুঘরের এক নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

এ সময় এনসিপির নেতা পরিচয়ে জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানাসহ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এ ঘটনায় বুধবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে মহাস্থান জাদুঘর সংলগ্ন জাহাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। মহাস্থান জাদুঘর সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান মাসে মহাস্থান জাদুঘর ও মহাস্থান প্রত্নস্থল সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকে। সেই অনুযায়ী মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মহাস্থান জাদুঘরসহ জাহাজঘাটা ও গোবিন্দভিটা প্রত্নস্থল বন্ধ হয়ে যায়।

বগুড়ার একটি পাঁচ তারকা হোটেলে এনসিপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ চার শতাধিক ব্যক্তি আমন্ত্রিত ছিলেন। ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাহউদ্দিন তানভীর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে যোগ দিতে আসা কয়েকজন তরুণের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর মহাস্থান জাদুঘর ঘুরতে গিয়ে নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এ সময় মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান ও নিরাপত্তাকর্মীদের চাকরিচুত্য করার হুমকি দেয়া হয়।

আরও পড়ুন

তবে এমন অভিযোগের ব্যাপারে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাহউদ্দিন তানভীর অস্বীকার করে বলেন, আসলে জিডি আমাদের করা দরকার ছিল।  আমরা যখন সেখানে যাই, আমাদের গেটে থাকা লোকজন বলে টাইম শেষ। কিন্তু আমরা দেখছিলাম প্রাচীরের উপরে অনেক লোকজন ঘুরছে। এটা দেখে তাদের বলার পর ওরাই আমাদের সাথে খারাপ আচরণ করে। এ সময় আমার সাথে কয়েকজনের সঙ্গে জাদুঘরের লোকের তর্কবিতর্ক হয়। পরে অনেকক্ষণ দাঁড়িয়ে রাখার পর অবশ্য আমাদের ভিতরে প্রবেশ করতে দেয় তারা।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, অভিযোগ করলেও কারও নাম পরিচয় উল্লেখ করেননি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিলেন শিক্ষার্থীরা

সিলেটে বেপরোয়া  ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

লক্ষ্মীপুরে ৪ জনপ্রতিনিধিসহ ৫ আ.লীগ নেতাকে আটক

প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

জামায়াতে ইসলামী নয়, আজ আ’লীগই মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়েছে - ডা. শফিকুর রহমান

আমরা এখন ভয়ঙ্কর সময় অতিক্রম করছি - রুহুল কবির রিজভী