ভিডিও বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

হাতির আক্রমণ থেকে বাঁচতে চট্টগ্রামে সড়ক অবরোধ 

হাতির আক্রমণ থেকে বাঁচতে চট্টগ্রামে সড়ক অবরোধ 

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কেপিজেড দৌলতপুর স্কুল এলাকায় হাতির আক্রমণ থেকে বাঁচতে স্থায়ী সমাধানের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। 


বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর ৬টা থেকে পিএবি সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধকারীরা সড়ক ছাড়েন।

বিক্ষোভকারীদের দাবি, এ বিষয়ে সমাধানের জন্য প্রশাসন চারদিনের সময় নিলেও তারা কোনো সুরাহ দিতে না পারায় আবারও আন্দোলনে নেমেছেন। হাতির আক্রমণে থেকে রক্ষা পেতে স্থায়ী কোনো সমাধান না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। 

এর আগে গত শনিবার (২২ মার্চ) হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হলে ওই দিন ভোর থেকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। ৬ ঘণ্টা আন্দোলনের পর সমস্যা সমাধানে চার দিনের সময় নেয় প্রশাসন। 

আরও পড়ুন

আন্দোলনে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আকরাম বলেন, “বন ও পরিবেশ উপদেষ্টাকে আমাদের এখানে এসে কিংবা ফোনে আশ্বাস দিতে হবে কতদিনের মধ্যে হাতি নিরসন করা যায়। তাহলেই আমরা আন্দোলন থেকে সড়ে দাঁড়াব। আর এইখানে কেপিজেড নিরব ভূমিকা পালন করে আসছে।” 

এ ব্যাপারে কেপিজেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান বলেন, “এটি বৃহত্তর একটি শিল্প অঞ্চল। কেপিজেডে কখনো হাতি ছিল না। হাতি সরাতে আমরাও চাই। বনবিভাগকে একাধিকবার চিঠি দিলেও তারা হাতি সরাতে কোনো পদক্ষেপ নেননি। আর স্থানীয় লোকজন কী কারণে কেপিজেডকে প্রতিপক্ষ ভাবেন আমরা বুঝি না। হাতি সরানোর জন্য কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা অবশ্যই পাশে থাকব। ”

কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) জামাল উদ্দিন চৌধুরী বলেন, “হাতি নিরসনের বিষয়টি সম্পন্ন উপজেলা প্রশাসন ও বনবিভাগের। জনগণের ভোগান্তি যাতে না হয় সেজন্য আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনের দুটি ম্যাচ খেলতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন বগুড়ায়

বিশ্ববাজারে সোনার দাম কমলো ৫ শতাংশ

টিএমএসএস হাসপাতালে ১৫ বছরে ১০ হাজার ৫শ’ ঠোঁট ও তালুকাটা রোগীর সার্জারি করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছর কারাদণ্ড, ৪০ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়া সদরের নামুজায় জামায়াতের গণসংযোগ

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বগুড়ার মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে : মহিদুল ইসলাম রিপন