ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৫, ০৫:১২ বিকাল

যাত্রীচাপ ঠেকাতে চাঁদপুর লঞ্চঘাটে ২০টি বড় লঞ্চ 

যাত্রীচাপ ঠেকাতে চাঁদপুর লঞ্চঘাটে ২০টি বড় লঞ্চ 

নিউজ ডেস্ক: ঈদমুখো মানুষের যাত্রীচাপ ঠেকাতে চাঁদপুর লঞ্চঘাটে থাকছে ৬টি স্পেশাল লঞ্চ। তবে এতেও যদি না হয় যাত্রীর প্রয়োজনে স্পেশাল লঞ্চ আরও বাড়ানো হবে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত থেকেই যাত্রীচাপকে মাথায় রেখে এসব লঞ্চ চলাচলের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়াও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা রক্ষায় ঘাটেই খোলা হয়েছে কন্ট্রোল রুম।

জানা যায়, চাঁদপুরের লঞ্চঘাট দিয়ে চাঁদপুর নারায়ণগঞ্জ নৌরুটে ছোট ১৫টি এবং চাঁদপুর-ঢাকা নৌরুটসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য স্থানে ভায়া হিসেব ধরে সবমিলিয়ে ২০টির মতো বড় লঞ্চ নিয়মিত চলাচল করছে। 

আরও পড়ুন

এসব তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিএ চাঁদপুরের ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবু লাল বৌদ্ধ বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা বদ্ধপরিকর। তাই ৬টি স্পেশাল লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে লঞ্চের সংখ্যা আরও বাড়ানো হবে। ঘাটে শৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল টিমও খোলা হয়েছে।”

তিনি আরও বলেন, “ফিটনেসবিহীন কোন লঞ্চই এ রুটে নেই, সব ফিট। কাজেই যাত্রীরা নির্বিঘ্নে এ রুটে চলাচল করতে পারবেন। তবে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী কোন লঞ্চ পরিবহন করছে কিনা আমরা তাও খেয়াল রাখবো। এছাড়াও অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া লঞ্চগুলোর শিডিউল বিপর্যয় ঠেকাতেও আমরা তৎপর রয়েছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইজিপি ও ডিএমপি কমিশনার

প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

সন্তানহারা মা কুকুর পেল নতুন দুই সন্তান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বার্ষিক পরীক্ষা

ঠাকুরগাঁওয়ে সারের দাবিতে কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা

খালেদা জিয়া নিজের জীবন বিপন্ন করে দেশের কল্যাণে কাজ করেছেন : জিএম সিরাজ