ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

এবার বলিউড ছাড়ছেন সানি দেওল

এবার বলিউড ছাড়ছেন সানি দেওল, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন অনুরাগ কাশ্যপ। এবার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পাকাপাকিভাবে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন সানি দেওল। সদ্য তার হাত ধরে দক্ষিণী পরিচালক গোপীচাঁদ মালিনেনি ‘জাট’ সিনেমা তৈরি করে বলিউডে পা রেখেছেন। ট্রেলারের ঝলক দেখে প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণী দর্শকরা। 

কাপুর এবং ‘খান-দানে’র পাশাপাশি বলিউডে এখন ‘টক অফ দ্য টাউন’ দেওল পরিবার। খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র বলেছিলেন, ‘বলিউড দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি কোনোদিন।’ এদিকে আক্ষেপ করে সানি দেওল বলেন, ‘বলিউড পরিচালকদের উচিত, দক্ষিণী প্রযোজকদের দেখে শেখা। আগে হিন্দিতে সিনেমাটা তৈরি করো। তারপর না হয়, সিনেমা কীভাবে ভালো করে বানাতে হয়, সেটা শিখবে। চিত্রনাট্যই তো আসল হিরো। আমি তো ‘জাট’ সিনেমাটা করতে গিয়ে এত্ত মজা পেয়েছি যে ওদের বলে এসেছি, আমাকে নিয়ে যেন আরেকটা সিনেমা তৈরি করে। একদিন হয়ত দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে বাস করা শুরু করব।’

আরও পড়ুন

তার কথায়, ‘আমার হাতের কামাল দেখেছে গোটা উত্তর ভারত। এবার দক্ষিণ ভারত দেখবে। বিদেশি প্রভাবে কী অবস্থা আমাদের ইন্ডাস্ট্রির। আমরা ভুলে গেছি আমাদের দেশে কীসব সিনেমা তৈরি হত। আমাদের ফিরে যাওয়া উচিত সেই দিনগুলোতে যখন ‘ঘটক’, ‘দামিনী’, ‘অর্জুন’-এর মতো সিনেমা তৈরি হত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

আইভী গ্রেফতার

ঢাবির টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় ২ টি পানির ফিল্টার স্থাপন

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা