ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক: কুমিল্লা সদর উপজেলার পাচথুবী হাইস্কুল সংলগ্ন এলাকা ও চৌদ্দগ্রাম সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে অবৈধ উপায়ে আসা মোবাইল ও ভারতীয় কাপড়সহ প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার (২৪ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটকবাজার পোস্টের বিজিবির সদস্যরা সোমবার ভোরে অভিযান চালান। এসময় কুমিল্লা সদর উপজেলার পাচথুবী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৭ হাজার ৯৭০ পিস বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ পিস শাড়ি, ১৩৫ পিস কাশ্মীরি শাল, ৫৭ পিস শার্ট, ৩৯৬ পিস গেঞ্জি এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়। এসব মালামালের বর্তমান বাজার দর ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা।

আরও পড়ুন

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আমানগন্ডা বিওপির সদস্যরা রোববার রাতে চৌদ্দগ্রাম সীমান্তে একটি অভিযান পরিচালনা করেন। এসময় চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর কাচিগাং এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২১টি নতুন-পুরাতন মোবাইল সেট জব্দ করা হয়। জব্দকৃত সেটের বর্তমান বাজার মূল্য ৫১ লাখ ৯৯ হাজার ৮৫৪ টাকা।

এসব মালামাল কাস্টমসে জমা করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল ফ্রান্স

স্কুলে মোদির শৈশব নিয়ে নির্মিত চলচ্চিত্র দেখানোর নির্দেশ

আমার বিরুদ্ধে অবস্থান নেওয়া টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল হতে পারে

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের হাতে আটক ৮ বাংলাদেশি

ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

দেশের সব বিভাগে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস