ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

পূর্ব বিরোধের জেরে মাদারীপুরে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

পূর্ব বিরোধের জেরে মাদারীপুরে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  মাদারীপুর সদর  উপজেলার নতুন মাদারীপুর এলাকায় শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সিকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে।


নিহতের পরিবারের অভিযোগ, লিটন হাওলাদার, আল-আমিন হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদারসহ কয়েকজন শাকিলকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানেই মারা যান শাকিল। 

মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, “শাকিল মুন্সি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলের সভাপতি করা হয়। এই কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিলের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয় আক্তার হাওলাদার ও লিটন হাওলাদারের। এছাড়াও, এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে রুবেল হাওলাদারের বংশের লোকজনের সঙ্গেও আক্তার হাওলাদারের দ্বন্দ্ব ছিল। 

আরও পড়ুন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদার দীর্ঘদিন থেকে কারাগারে। তার মামলার শুনানি ছিল রবিবার। সমর্থকদের ধারণা ছিল, কারাবন্দী আক্তার হাওলাদার জামিনে মুক্তি পাবেন। তাকে বরণ করে নিতে আদালত চত্বরে হাজির হন তার সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। দুপুরে রুবেল হাওলাদারের সমর্থকদের সঙ্গে আক্তার হাওলাদারের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। রাতে রুবেল হাওলাদারের সমর্থক উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন।


নিহত শাকিলের ভাই মাদারীপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান মুন্সি বলেন, ‍“আমার ভাই শাকিলকে প্রতিপক্ষ লিটন, আল আমিন, জাহাঙ্গীরসহ কয়েকজন কুপিয়ে হত্যা করেছে। এরা সবাই আওয়ামী লীগের লোকজন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর সমাবেশ

ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

আইভী গ্রেফতার

ঢাবির টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় ২ টি পানির ফিল্টার স্থাপন