নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত ২

নিউজ ডেস্ক: বান্দরবানে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে জিরো লাইনসীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে এক বাংলাদেশিসহ দুই জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বাংলাদেশি যুবকের নাম জাহাঙ্গীর আলম (১৯)। তিনি তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। অপরজন ভাজাবনিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)। তিনি রোহিঙ্গা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।
আরও পড়ুনবান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, “আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছেন। আহত জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন এলাকায় চিকিৎসা নিচ্ছেন। তবে কী কারণে তাদেরকে গুলি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।”
মন্তব্য করুন