ভিডিও শনিবার, ১৪ জুন ২০২৫

বগুড়ার ধুনটে ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার, পিকআপ জব্দ

বগুড়ার ধুনটে ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার, পিকআপ জব্দ। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ডাকাতির প্রস্তুতি মামলায় সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ সদরের পাঁচঠাকুরি গ্রামের তোতা মিয়ার ছেলে সুমন সেখ (৩০) ও মিরপুর হায়দারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল কাদের (২৮)। আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ৯ জানুয়ারি রাতে ধুনট-জোড়শিমুল পাকা সড়কের হায়রানী বিল এলাকায় একটি পিক-আপ ভ্যানগাড়ি নিয়ে অবস্থান করে ডাকাতির পরিকল্পনা করছিল। এ সময় সংবাদ পেয়ে থানার টহল পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়ে। তখন পিক-আপ গাড়ি থেকে ইউনুছ আলী (৪০) নামে ডাকাত সর্দারকে গ্রেফতার করে পুলিশ। ইউনুছ আলী ফরিদপুরের সদরপুর উপজেলার চানপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। 

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিক-আপ ভ্যানগাড়ি (ঢাকা মেট্টো-ন ১৯-৩০৭৪) জব্দ করা হয়। এছাড়া পিক-আপ তল্লাশি করে চাপাতি, কাটার মেশিন, রশিসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে। এ ঘটনায় থানার এসআই নয়ন কুমার বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ডাকাত সর্দার ইউনুছ আলীর দেওয়া তথ্য অনুযায়ী সুমন ও আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সংঘবদ্ধ ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারক্রাম ও বাভুমার শক্ত জুটিতে ট্রফি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন, ঈদ যাত্রায় ভোগান্তি

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

বগুড়ায় ইসমাইল আকন্দ নামের এক যুবক ছুরিকাহত

বগুড়ার সোনাতলায় ১১ মামলার পলাতক আসামি মোশারফ গ্রেফতার

বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য নিয়ে যাওয়া গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রাণী