নিউজ ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ, ২০২৫, ০৪:৪৯ দুপুর
চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাজলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মফিজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত কাজল শিবগঞ্জের বাটাগ্রাম এলাকার সেরাজুল ইসসলামের ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ২০১৪ সালে মামলায় ১০ বছরের কারাদন্ডাদেশ প্রাপ্ত আসামি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন