ভিডিও শুক্রবার, ২৭ জুন ২০২৫

যে ২৪ ফুটবলার নিয়ে ভারতে গেলেন ক্যাবরেরা

যে ২৪ ফুটবলার নিয়ে ভারতে গেলেন ক্যাবরেরা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলতে সকাল ৯টায় ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন জাতীয় দলের ফুটবলাররা।

তার আগে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীকে নিয়ে ২৪ জনের দল ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা। তার দলে আছেন তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিনরা। ক্যাবরেরা ভারত সফরে যাওয়ার আগে ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেন। ওই দল থেকে ৯ জনকে বাদ দিয়ে ২৮ জনকে নিয়ে সৌদিতে ক্যাম্প করতে যান। ক্যাম্পে ছিলেন না হামজা চৌধুরী। ক্যাম্প শেষে ফাহমিদুলসহ তিন ফুটবলারকে বাদ দেওয়া হয়। ভারত সফরে যাওয়ার আগে আরও দু’জন দল থেকে বাদ পড়েছেন। 

আরও পড়ুন

বাংলাদেশের ভারত সফরের দল : হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইশা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম কিরমানি, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মুজিবর রহমান, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন মাকে হাসপাতালে নিয়ে যাওয়া সেই ছাত্রী

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

তথ্য ফাঁসের খবর প্রকাশ: সাংবাদিকদের বরখাস্তের আহ্বান ট্রাম্পের

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ভালুকের কারণে ফ্লাইট বাতিল!

শেখ হাসিনা পালানোর ব্রেকিং নিউজ দিয়ে অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম