ভিডিও মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর জেল-জরিমানা। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকসেবনের দায়ে চারজনকে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানার আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো-উপজেলার সাতাহার গ্রামের মৃত খয়েরের ছেলে ইউনুস আলী শাহ (৭০), একই উপজেলার অন্তাহার গ্রামের ইনতাজ আলীর ছেলে জুয়েল মন্ডল (৪০), কলসা রথবাড়ী এলাকার হাফিজার রহমানের ছেলে সোহাগ হোসেন (৩২) এবং ইয়ার্ড কলোনি এলাকার ছাত্তার হোসেনের ছেলে ফারুক হোসেন (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী জানান, গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করার অপরাধে চার মাদকসেবীকে আটক করা হয়।

আরও পড়ুন

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউনুস আলী শাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং জুয়েল মন্ডল, সোহাগ হোসেন ও ফারুক হোসেনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন:  প্যানেল ঘোষণা করলো ছাত্রসংগঠনগুলো

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় ১৯ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার