ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রংপুরে লিপি খান ভরসার জামিন নামঞ্জুর করে কারাগারে

রংপুরে লিপি খান ভরসার জামিন নামঞ্জুর করে কারাগারে

রংপুর জেলা প্রতিনিধি :  রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয়কারী লিপি খান ভরসার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং সাবেক এমপি নাসিমা জামান ববির ঘনিষ্ঠজন বলে পরিচিত।

গতকাল রোববার রাতে রংপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক শোয়েবুর রহমান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুদীপ্ত শাহীন কড়া পুলিশি নিরাপত্তায় ঢাকা থেকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় নিয়ে আসেন।

পরে সেখান থেকে তাকে আদালতে তোলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, অর্থ যোগান ও সংঘটিত করার ঘটনা তদন্তের জন্য তার জামিন নামঞ্জুরের আবেদন করেন তিনি। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, রোববার রাজধানীর গুলশান-২-এর ১১৭ নম্বর রোডের-৯-এর বি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শনিবার দুপুর থেকে গুলশান থানা ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ ওই ফ্ল্যাটটি ঘিরে রাখে।

আরও পড়ুন

তারা দরজা না খোলায় পরে ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে ছিলেন স্বামী সাইফুল ইসলাম শিমুল ভরসা। মাসুদ নামের এক ব্যক্তির ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে সেখানে তারা বসবাস করছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তার রংপুর কোতয়ালী থানার এসআই সুদীপ্ত শাহিন জানান, লিপি খান গত বছর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত রংপুর মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের করা হত্যা চেষ্টা মামলার ১৭৯ নম্বর এজাহার ভুক্ত আসামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ওপর আস্থা রাখুন, গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল

লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ

রিয়াদে সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

রাকসু নির্বাচনে ২৮ পদে লড়বেন ৩০৬ প্রার্থী