ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

স্বামীকে আটক করেছে পুলিশ

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় সোমা (২৫) নামের এক নববধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাসবাসি। গতকাল রোববার ভোর রাতে উপজেলার কুটি বারইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে সোমার মা পিনজিরা বেগম বাদী হয়ে থানায় একটি মামালা দায়ের করেন। অভিযোগের পর সোমার স্বামী সিপনকে আটক করেছে পুলিশ।

উপজেলার কান্দ্রা গ্রামের মৃত মোহন এর মেয়ে সোমার। এলাকাবাসী জানায়, সোমার গলায় শ্বাসরোধ করে মারার মত দাগ রয়েছে। তসলিম, রুস্তম সহ এলাকাবাসী জানায়, সোমার ১ম বিয়ে হয় কান্দ্রা গ্রামের রনির সাথে। তার সাথে ছাড়া আড়া হলে রাজশাহী জেলার বাঘা উপজেলার তেতুলিয়া গ্রামের আনসার আলীর ছেলে রাশেলের সাথে ২য় বার বিয়ে হয়।

তাদের বাড়ি ঘর না থাকায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কুটি বারইপাড়ায় সরকারী আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ না পেলেও সরকারী জায়গায় টিনের ঘর করে বসবাস করতো। ২য় পক্ষের দুইটি শিশু সন্তান রয়েছে।  এর মধ্যে একই এলাকার আনছার আলীর ছেলে রাজ মিস্ত্রি সিপনের সাথে সর্ম্পক গড়ে উঠে। সিপনের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন

এই সর্ম্পকের কথা জানতে পেরে সিপনের বাবা এবং মা প্রায় দেড় মাস পূর্বে সোমার সাথে ঝগড়া বিবাদ এবং মারধরের ঘটনা ঘটে। তবে ৩য় বিয়ের বিষয়টি জানা জানি হলে প্রায় ১০ দিন পূর্বে তার ২ম স্বামী রাশেল এই বাড়ি থেকে চলে যায়। গতকাল তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলে খবর পেয়ে থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্যে নিয়ে যায়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আর তার বর্তমান স্বামী সিপন কে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশী হামলায় জবি  হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র