বগুড়ার শেরপুরে ওয়ার্ড আ’লীগের সভাপতি রফিকুল গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শাহ-বন্দেগী ইউনিয়নের ৪নং ওয়ার্ড (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য রফিকুল ইসলাম মাদানীকে (৫২) গ্রেফতার করেছে। তিনি আন্দিকুমড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তিনি হত্যা চেষ্টা, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারনামীয় আসামি।
আরও পড়ুনশেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতাকৃত আওয়ামী লীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন