ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৫, ০৭:৩৭ বিকাল

দিনাজপুরের বিরামপুর সরকারি খাদ্যগুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন

দিনাজপুরের বিরামপুর সরকারি খাদ্যগুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : শস্য ভাণ্ডারখ্যাত দিনাজপুরের খাদ্য উদ্বৃত্ত বিরামপুর উপজেলার সরকারি খাদ্য গুদামে আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। চাল সংগ্রহের শেষদিন আজ শনিবার (১৫ মার্চ) উপজেলা খাদ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বিরামপুর (চরকাই) খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে ৪৭ টাকা কেজি দরে ১ হাজার ৬৮৬ মে.টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ২৬৭ মে.টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ চাল সরবরাহের জন্য উপজেলার ৪১টি চাল কল মালিকের সাথে খাদ্য বিভাগ চুক্তি সম্পাদন করে। এর মধ্যে রয়েছে অটো রাইস মিল ৩টি, হাসকিং মিল ৩৫টি এবং আতপ মিল ৩টি।

সরকারি সংগ্রহ মূল্যের চেয়ে বাজার দর বেশি হওয়ায় শুরুতে চাল সংগ্রহে অনিশ্চতা দেখা দিলে উপজেলা খাদ্য বিভাগ চাল কল মালিকদের সাথে দফায় দফায় বৈঠক করে চাল কল মালিকদের সম্মতিতে শতভাগ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। পক্ষান্তরে সরকারি মূল্য ৩৩ টাকা কেজি দরের চেয়ে স্থানীয় বাজারে ধানের মূল্য বেশি পাওয়ায় কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ করেনি। ফলে ১ হাজার ১৯৮ মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ১ মে.টন।

আরও পড়ুন

বিরামপুর (চরকাই) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার বলেন, সংগ্রহ মৌসুমের শুরুতে চাল সংগ্রহ অনিশ্চয়তার মধ্যে পড়ে। তবে চাল কল মালিকদের অনেক বুঝিয়ে সংগ্রহ অভিযান সফল করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ বলেন, বাজারমূল্য বেশি হওয়া সত্বেও চাল কল মালিকরা চুক্তি অনুযায়ী সরকারি গুদামে শতভাগ চাল সরবরাহ করেছেন। ফলে বিরামপুর উপজেলায় চাল সংগ্রহ সফল হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রার জন্য সব প্রস্তুত, অপেক্ষা ডাক্তারের গ্রিন সিগন্যালের

নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

শিক্ষা চত্বর অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

এক দফা দাবিতে শিক্ষা ভবনে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান

BTRC তে আলোচনার পর প্রেসব্রিফিংয়ে মোবাইল ব্যবসায়ীরা