ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি : কারিনা

আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি : কারিনা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বয়স পঁয়তাল্লিশের কোঠায় হলেও নিজেকে এখনো আবেদনময়ী মনে করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর বলেন, আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি। তিনি মনে করেন, ২৫-৩০ বছরে যেমন ছিলেন, এমনও তেমনই আছেন।

সম্প্রতি, হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে একান্ত কথোপকথনে কারিনা বললেন, ২০ দশকে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখি। এই সাক্ষাৎকারে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’-র প্রসঙ্গ। জিলিয়ন দাবি করেন, চলচ্চিত্র জগত তাদের বাধ্য করছে এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে। তিনি বলেন, এমন বহু অভিনেতাকেই দেখা যাবে যারা কোনও নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে। 

আরও পড়ুন

এ বিষয়েই কারিনা বলেন, আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলি দেখতেই ভালোবাসি। আমার মনে হয়, এতে আমাকে আরও আবেদনময়ী দেখতে লাগে। যে কারণে চল্লিশে এসে নিজেকে আরও বেশি সুখি মনে করি। কারিনা যোগ করেন, অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে বেশি। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিতে চাই। এখনও অতটা বয়স হয়ে যায়নি, কারণ আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি।

গত বছরই কারিনাকে দেখা গেছে ‘বাকিংহাম মার্ডারস’ এবং ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে। এরপর তাকে দেখা যাবে মেঘনা গুলজারের সিনেমায়। সেই ছবির নাম এখনও ঠিক হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে দায়িত্ব পালন করতে হবে : বিচারপতি শাহীন

জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই : ডা. এজেডএম জাহিদ হোসেন

বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়ায় উচ্ছেদকৃত জায়গায় বৃক্ষরোপণ