ভিডিও সোমবার, ১৭ মার্চ ২০২৫

কলকাতায় ফিল্মফেয়ারে লড়াইয়ে মোশাররফ-চঞ্চল-জয়া

কলকাতায় ফিল্মফেয়ারে লড়াইয়ে মোশাররফ-চঞ্চল-জয়া, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : আগামী ১৮ মার্চ কলকাতায় বসছে বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য মর্যাদাকর পুরস্কারের আসর ফিল্মফেয়ার। ওই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের। এতে ভারতের অন্য ইন্ডাস্ট্রির জন্যও চালু হয়েছে আলাদা পুরস্কার।

ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। এ বছর কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে (টলিউড) কাজ করেন বাংলাদেশের অভিনয়শিল্পীরাও। সেই সূত্রে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়নে জায়গা করে নিয়েছেন তারাও। গত সোমবার বিকেলে প্রকাশিত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টলিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর।

সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয়ের সুবাদে এবারের আসরে সমালোচক বিভাগে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। এদিকে, একই বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম। অর্থাৎ বাংলাদেশী অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম দু’জনের যে কেউ হাসতে পারেন বিজয়ের হাসি। ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’য় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন মোশাররফ।

আরও পড়ুন

এ সিনেমায় তিনি অভিনয় করেছেন হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের ভূমিকায়। প্রতিবছরই ফিল্মফেয়ারের মঞ্চে নন্দি অভিনেত্রী জয়া আহসানের থাকে সরব উপস্থিতি। সমালোচক বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন কলকাতার অঞ্জন দত্ত,আবির চ্যাটার্জি, চন্দন সেন, পরাণ বন্দোপাধ্যায়। 

এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। তার সঙ্গে মনোনয়ন তালিকায় রয়েছে অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলির (বাবলি) নাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব : প্রধান উপদেষ্টা

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ, কালই শেষ হচ্ছে আবেদনের সময়

বগুড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

অবিশ্বাস্য জয়ে শীর্ষে বার্সা

ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা