ভিডিও সোমবার, ১৭ মার্চ ২০২৫

সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক

সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া সৌদি আরবে মঙ্গলবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসবেন।

মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সৌদির যুবরাজ প্রকৃত শান্তি আনার চেষ্টা করছেন। সৌদি আরব কূটনৈতিক ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। আমরা তার প্রশংসা করছি। জেলেনস্কি বলেন, যুবরাজ সালমানের সঙ্গে তার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল, ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার বিষয়টি। তারা প্রতিরক্ষা, বিদ্যুৎ, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা করেছেন।   জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠকে যাচ্ছে। তার আশা, এই আলোচনার ফলে যুদ্ধ বন্ধের পথ খুলে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে জেলেনস্কি বলেন, ‘আমরা আশা করছি, আলোচনা সফল হবে। ইউক্রেন পুরোপুরি গঠনমূলক আলোচনা করবে।’

আরও পড়ুন

সৌদি আরবের সংবাদসংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে যুবরাজ সালমান ইউক্রেন সংকট কাটিয়ে শান্তি ফেরানোর জন্য আন্তর্জাতিক প্রয়াসের উপর জোর দিয়েছেন। এদিকে সৌদি আরবে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর লক্ষ্যে এ আলোচনা হবে। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের প্রতিনিধি দলে থাকবেন সেনাপ্রধান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলায় নিহত বেড়ে ৫৩

লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর প্রথম চ্যাম্পিয়ন নিউক্যাসল

সমালোচনার মুখে ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ

এবি ব্যাংকের ইফতার মাহফিল

তাসকিন তো হিট, তামিমের ব্যাটিং দেখে আমার চমৎকার লাগতো: শাকিব খান | Shakib Khan | Daily Karatoa

রিমার্ক-হারল্যান একের পর এক চমক দিয়ে যাচ্ছে: মিম | Bidya Sinha Mim | Keya Payel | Sabnam Faria