ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম। ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বখাটে তরুণের বিরুদ্ধে। হামলার শিকার ওই ব্যক্তির নাম মিজানুর রহমান ওরফে মিলন (৫৫)। গত শুক্রবার রাত ১০টায় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান মিলন (৫৫) পাশের বাড়ির প্রয়াত আব্দুল আজিজের ছেলে। কবিরহাট বাজারে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানের পাশাপাশি ইলেকট্রিক কাজ করেন তিনি।

 

মিজানুর রহমান মিলনের ছোট ভাই ফরিদ বলেন, ‘মিলনের মেয়ে নোয়াখালী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। গত ১৫/২০ দিন আগে সে বাড়ি যাওয়ার পথে সঞ্জয় তাকে উত্যক্ত করে। ভয়ে সে এ বিষয়ে কাউকে কিছু জানায়নি। এরপর থেকে সঞ্জয় নানাভাবে তাকে উক্ত্যক্ত করতে থাকে। এরপর ৭ মার্চ রাত ১০টার দিকে সঞ্জয়ের ঘরের সামনে গিয়ে এ বিষয়ে তার বাবার কাছে অভিযোগ দেন মিলন। এতে ক্ষিপ্ত হয়ে সঞ্জয় ঘর থেকে চাইনিজ কুড়াল নিয়ে বের হয়ে মিলনকে এলাপাতাড়ি কোপাতে থাকেন। বর্তমানে মিলন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।’

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অভিযুক্ত সঞ্জয় ও তার বাবাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো.মনজুর আহমদ বলেন, ‘আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১২ কোটি ৯ লাখ টাকা

আজ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত

মাইকিং করে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ, আহত ৫০

যমুনায় বিএনপি-জামায়াত-এনসিপির সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা