ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

২০২৬ বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন নেইমার

২০২৬ বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন নেইমার, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফুটবল তারকা নেইমার জুনিয়র ২০২৬ বিশ্বকাপের জন্য দলে ফেরা এবং ব্রাজিলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতানোর লক্ষ্যের কথা জানিয়েছেন। সম্প্রতি ফরাসি গণমাধ্যম ‘আরএমসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে সেলেসাও তারকা বলেন, তার লক্ষ্য চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে নামা এবং দেশকে সাফল্য এনে দেওয়া।

নেইমারের বর্তমান ক্লাব আল-হিলালের সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে নতুন ক্লাবে যোগ দিতে পারেন। সান্তোসে ফিরে যাওয়া কিংবা মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার সম্ভাবনা রয়েছে। বার্সেলোনার ‘এমএসএন’ জুটি আবারও জড়ো হলে ফুটবল বিশ্বে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে। তবে ক্লাব ফুটবলের পাশাপাশি নেইমারের নজর এখন ২০২৬ বিশ্বকাপের দিকে। তিনি চান ব্রাজিলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপে সাফল্য এনে দিতে। তিনি বলেন, ‘বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি এবং চতুর্থবারের মতো খেলতে চাই। এখন আমাকে ফিটনেস ফিরে পেতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’

নেইমার ইতোমধ্যে বিশ্বকাপে ১৩ ম্যাচে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। কিন্তু তার বিশ্বকাপ ক্যারিয়ারটি নানা চ্যালেঞ্জে পূর্ণ। ২০১৪ সালে পিঠের চোটের কারণে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি। সেই ম্যাচে ব্রাজিলের ১-৭ গোলের বিপর্যয় এখনো স্মরণীয়। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনালেই থামে নেইমারের স্বপ্ন। ব্রাজিলের হয়ে ২০১৩ সালে কনফেডারেশন কাপ এবং ২০১৬ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন নেইমার। তবে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হন তিনি। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস