ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সাতক্ষীরায় বাস চাপায় মা-ছেলে নিহত

সাতক্ষীরায় বাসের চাপায় মা-ছেলে নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাপায় মা-ছেলে নিহত, আহত হয়েছেন বাবা ও মেয়ে। হতাহতরা মোটরসাইকেল করে যাচ্ছিলেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টার ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন -রিতা সাধু (৩২) ও তার তিন বছর বয়সী ছোট ছেলে। এতে আহত হয়েছেন তার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী বড় মেয়ে। তারা খুলনার কপিলমুনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কপিলমুনি থেকে মোটরসাইকেলে করে সাগরদাড়ি যাচ্ছিলেন তারা। কুমিরায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা লাইনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রিতা সাধু ও তার ছোট ছেলে প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

পাটকেলঘাটা থানা পুলিশ জানায়, সাগরদাড়ি রোডে প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এরপর বাসটি না থামিয়ে রিতা সাধু ও তার শিশু ছেলের ওপর দিয়ে চালিয়ে যায়। সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর দুইজন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

বগুড়ার শেরপুরে ১৫ দিনের বাছুর দিনে দুধ দিচ্ছে আধা লিটার!

দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে- ওবায়দুর রহমান চন্দন

বগুড়ার সোনাতলায় মাঠের ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক : ভালো দাম পেয়ে খুশি

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় প্রজন্ম লীগ নেতা রাসেল গ্রেফতার

রাজশাহীতে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই ঘটনায় রিকশাচালকের চাঞ্চল্যকর তথ্য