ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৮ জুন, ২০২৫, ০৪:৫৫ দুপুর

করোনায় আক্রান্ত হয়ে আবারও খেলার বাইরে নেইমার

করোনায় আক্রান্ত হয়ে আবারও খেলার বাইরে নেইমার

স্পোর্টস ডেস্ক:  ফুটবল দুনিয়ার আলোচিতদের মধ্যে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের নাম উঠে আসে বারবার। চোট সংক্রান্ত জটিলতায় ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা জাতীয় দল থেকে অনেকটাই দূরে আছেন। ক্লাব সান্তোসের হয়ে খেলা চালিয়ে গেলেও এবার করোনার হানায় সেটা থেকেও দুরে থাকতে হচ্ছে এই ফুটবলারকে।  

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন এমন গুঞ্জন শোনা গেলেও পরে তা নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস। এই ইনজুরির কারণে বেশ কিছুটা সময় মাঠের বাইরেই থাকছেন তিনি। 

বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো প্রথম নেইমারের কোভিড আক্রান্তের কথা সামনে আনেন। ইনস্টাগ্রামের পোস্টে লিখেছিলেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। সান্তোস জানিয়েছে, বৃহস্পিতবার তার শরীরে উপসর্গ দেখা দেয় এবং তিনি অনুশীলনে অংশ নেননি। সোমবার তাকে আবার পরীক্ষা করা হবে।’


রোমানোর এই বার্তার পর বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ‘গ্লোবো’। সান্তোস ক্লাবের পক্ষ থেকেও এক বিবৃতিতে নেইমারের কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। 

আরও পড়ুন


সান্তোসের বিবৃতিতে বলা হয়, ‘বৃহস্পতিবার থেকেই নেইমারের জ্বর শুরু হয়। কয়েকবার টেস্টের পর আমাদের মেডিকেল টিম নিশ্চিত হয়েছে যে তিনি কোভিডে আক্রান্ত। উপসর্গ দেখা দেয়ার পর থেকেই তাকে আলাদা করে রাখা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।’

কোভিড আক্রান্তের কারণে সান্তোসের হয়ে বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারেননি নেইমার। আগামী সোমবার আবারও তার কোভিড টেস্ট হবে। এর আগেও, ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে থাকার সময় একবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভশ্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ নিয়ে থানায় রাজ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপে খনন কাজ শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

মোবাইল ফোনের দাম কমতে পারে

হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয়: বিজিবি

হলিউড নির্মাতা রব রেইনার দম্পতির মরদেহ উদ্ধার

ক্লাব বার্সাকে কিনতে চান সৌদি যুবরাজ!