ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ ) রাতে তাকে পুলিশ আটক করা হয়। এর আগে দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

শিশুটির পরিবার জানায়, সকালে বিদ্যালয়ে এক্সট্রা ক্লাসের জন্য যায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীটি। সেই শিক্ষার্থী বাদে বাকী সব শিক্ষার্থীকে চলে যেতে বলেন শিক্ষক মানিক। সবাই চলে গেলে রুমে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে লম্পট শিক্ষক। পরে তার মোটরসাইকেল করে বাড়ির পাশে রেখে আসে সে। ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে কান্নাকাটি করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়।ভুক্তভোগী শিশুটির মা বলেন, স্কুল বন্ধ হওয়ার পর থেকে সে এক্সট্রা ক্লাসে যায়। আজকে যাওয়ার ৩০ মিনিট পরে সে বাড়ি চলে আসে। তারপর কান্নাকাটি করে বলে মানিক মাস্টার তার সাথে খারাপ কাজ করেছেন। 

আরও পড়ুন

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন বলেন, এমন ঘটনায় একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার প্রাথমিক চিকিৎসা শেষ হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।জানা গেছে, এর আগেও এক মেয়ের শ্লীলতাহানির ঘটনায় ওই শিক্ষক চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিল  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আলোচিত বিদ্যুৎ হত্যা মামলার আসামি বাবা ও ছেলে গ্রেফতার

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

মধ্যপাড়া পাথর খনিতে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন বন্ধ

দুর্গাপূজায় আসছে ‘রঙবাজার’

নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২০৪ জন, অর্ধেকই বরিশাল বিভাগের

বগুড়া থিয়েটার পরিবার ঢাকার পরিচালনা পর্ষদ গঠন