বগুড়া থিয়েটার পরিবার ঢাকার পরিচালনা পর্ষদ গঠন

আজ শুক্রবার ০৪ জুলাই ২০২৫ ঢাকায় বগুড়া থিয়েটার পরিবার ঢাকার পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সিনিয়র সদস্য কাজী রফিকুল ইসলাম।
আরও পড়ুনসভায় বক্তব্য রাখেন নাট্যকর্মী বুলবুল আহমেদ জয়, এম আলম, মিঠুন মাহিন মোহন্ত,মাহমুদুল হাসান মিথেন, পৌষরাম সরকার, জুলফিকার হোসাইন সোহাগ, ফজলুল হক সাকী, নজরুল ইসলাম জনি, মিশু চৌধুরী, হান্নান শাহ্, সিজুল ইসলাম, দীপাবলী মুখার্জী, রেজাউল রাফি, ঐশী রায়, সাকিব হাসান। সভায় নাট্যগুরুর উপস্থিতিতে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার পরিচালনা পর্ষদ গঠিত হয়। ২১ সদস্য বিশিষ্ট পর্ষদের সদস্যরা হলেন আহবায়ক জুলফিকার হোসাইন সোহাগ, যুগ্ম আহবায়ক এম আলম, মাহমুদুল হাসান মিথেন, পৌষরাম সরকার, মিশু চৌধুরী, নজরুল ইসলাম জনি, সদস্য সচিব ফজলুল হক সাকী, যুগ্ম সদস্য সচিব সিজুল ইসলাম, সদস্য কাজী রফিকুল ইসলাম, আল কুবরুন নাহার কসমিক, লেনিন ফিরোজী, বুলবুল আহমেদ জয়, আঞ্জুমান আরা মুন, সাজু আহমেদ, হান্নান শাহ্ (প্রচার) মামুনুর রশিদ নিলয়, ম্যাক আপেল, দীপাবলী মুখার্জী, রেজওয়ান উল আরেফিন রাফি, ঐশী রায় (অর্থ), সাকিব হাসান (দপ্তর), এবং শাহরিয়ার সিফাত।
সভায় বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের মোট ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন।
আগামী ২৫ জুলাই ২০২৫ থিয়েটার আড্ডা আয়োজন করার পরিকল্পনা করা হয়।
মন্তব্য করুন