ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নেত্রকোনায় ২ থানার ওসি প্রত্যাহার

নেত্রকোনায় ২ থানার ওসি প্রত্যাহার

নেত্রকোনার দুই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

নেত্রকোনার দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া ও পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদকে ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সরিয়ে নেয়া হয়েছে।

তবে আদেশপত্রে কারণ উল্লেখ না থাকলেও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি দুর্গাপুর সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে কর্মসূচি ছিল। দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

এছাড়াও অনুষ্ঠানের একই মঞ্চে অতিথি করা হয় সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগ নেতা হৃদয় আহমেদকে। যা নিয়ে  স্থানীয় বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের মাঝে অনুষ্ঠান স্থলে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টিও হয়।

আরও পড়ুন

এছাড়াও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ওসি মো. বাচ্চু মিয়া গাজীপুর মেয়র জাহাঙ্গীরের ভাইসহ পতিত হাসিনার দলীয় বিভিন্ন লোকজনদেরকে অতিথি করে রাখতেন। অন্যদিকে পূর্বধলা থানার ওসিও স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন কর্মস্থলে এমন তথ্য জানায় স্থানীয় ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

আদেশ সূত্রে জানা গেছে, তাদের বদলে দুর্গাপুরে জেলা পুলিশ অফিসার (ক্রাইম) মো. মাহমুদুল হাসানকে দুর্গাপুর থানার ওসি এবং শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নূরুল আলমকে পুর্বধলায় অফিসার ইনচার্জ (ওসি) করা হয়েছে। এদিকে সদর সার্কেল অফিসের রুহুল আমিনকে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : মির্জা ফখরুল  

নেপালে দুদিনেই নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবি

খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর অনুকরণীয় দেশ : বাণিজ্য উপদেষ্টা

জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে: আমীর খসরু

৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি