ভিডিও শনিবার, ১৪ জুন ২০২৫

ফাইনালে যেতে কিউইদের সামনে নিউজিল্যান্ডের রান পাহাড়

ফাইনালে যেতে কিউইদের সামনে নিউজিল্যান্ডের রান পাহাড়

স্পোর্টস ডেস্ক:  যেন জয়ের লক্ষ্য দিতেই এমন রানের বন্যা বইয়ে দিলো নিউজিল্যান্ড। বাঁচা মরার লড়াইকে স্মরনীয় করে রাখলো কিউই ব্যাটাররা। রাচিন রবীন্দ্রর ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি শুরুতেই শক্ত ভিত গড়ে দেয় ব্ল্যাক ক্যাপসদের। এরপর কেন উইলিয়ামসন-গ্লেন ফিলিপসেদের নির্বিঘ্ন ব্যাটিং রানের পাহাড় গড়ে দেয় দক্ষিণ আফ্রিকার সামনে। উইলিয়ামস করেন ১৫ তম সেঞ্চুরি। 

লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেছেন রাচিন। তাছাড়া ১০২ রান এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৫৬ রান। অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভেঙে নতুন করে গড়েছে কিউইরা। তাদের ৩৬২ রান এখন টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একই সঙ্গে আইসিসির কোনো ইভেন্টের নক আউট ম্যাচে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।


শুরুতেই ব্রাটিং করতে নামেন উইল ইয়াং ও  রাচিন রবীন্দ্রর। এই দুই ওপেনার জুটি ভাঙে দলীয় ৪৮ রানে। এরপর কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বোর্ডে জমা পায় ২১২ রান।  রাচিন রবীন্দ্রর ফিরে গেলেও ক্রিজ  আগলে রাখেন উইলিয়ামসন। ডেরিল মিচেলের জুটিতে নিজের সেঞ্চুরি হাকান উইলিয়ামসন। লাথাম ফেরেন ৪ রান যোগ করে। পরে ডেরিল মিচেলের ৪৯ রানে সাজঘরে ফেরার আগে স্কোর বোর্ড তিনশো পার করে ফেলে। সাথে গ্লেন ফিলিপসের হার না মানা ৪৯ রানের যোগান সাড়ে তনেশো পার করে। দলের ভিত স্টিল শক্ত কর। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারক্রাম ও বাভুমার শক্ত জুটিতে ট্রফি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন, ঈদ যাত্রায় ভোগান্তি

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

বগুড়ায় ইসমাইল আকন্দ নামের এক যুবক ছুরিকাহত

বগুড়ার সোনাতলায় ১১ মামলার পলাতক আসামি মোশারফ গ্রেফতার

বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য নিয়ে যাওয়া গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রাণী