দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে বিষ্ফোরক মামলার আসামিসহ গ্রেফতার ৭

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্ট অপারেশন চালিয়ে বিষ্ফোরক মামলার এজাহার নামীয় আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ থেকে ৫ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন জানান, গত ৮ জানুয়ারি (বৈষ্যম্য বিরোধী রাজনৈতিক) থানায় বিষ্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় এজাহার নামীয় আসামি উপজেলার জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও খোসলামপুর গ্রামের মৃত ঝুলু মোহাম্মদের ছেলে মোজাহার আলী (৫২) কে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
একই রাতে গ্রেফতার করা হয় জমিজমা নিয়ে মামলার আসামি ইসলামপুর গ্রামের মৃত ধনেশ্বর ঠাকুরের ছেলে ভোলা ঠাকুরকে (৪৫)। এছাড়াও মাদক মামলায় জয়পুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। ১৫১ ধারায় গ্রেফতার করা হয় মাদক মামলার আসামি হাফিজুর রহমানের স্বজন উ: শাহাবাজপুর (তেলিরডাঙ্গা) গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে রুবেল ও রবিউল এবং মৃত আবু তালেবের ছেলে আশরাফুলকে।
আরও পড়ুন৫৪ ধারায় গ্রেফতার করা হয় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সিংনাথপুর গ্রামের অধির বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাসকে। আজ বুধবার (৫ মার্চ) গ্রেফতারকৃদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন